CHORDS: Hemanta Mukherjee – Amay Proshno Kore Neel Dhrubotara Chord Progression on Piano, Guitar, Ukulele and Keyboard…
এই পিয়ানো, গীটার, SAXOPHONE, ইউকুলেটেড এবং কিবোর্ডে হেমন্ত মুখোপাধ্যায় দ্বারা আমিয়ার প্রশ্শো কোরে নীল ধ্রুবতারের ক্রস প্রগ্রেসন।
THIS IS THE CHORD PROGRESSION OF Amay Proshno Kore Neel Dhrubotara BY Hemanta Mukherjee ON PIANO, GUITAR, SAXOPHONE, UKULELE AND KEYBOARD.
[Intro]
F C Dm
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
Bb C Am
আর কত কাল আমি রব দিশাহারা
C F
রব দিশাহারা ।
F Gm Dm
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
F Am C G
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা,
C F
এ জীবন সারা ।।
[Verse 1]
F Am Bb
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
Gm C F
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো ।
F Gm Dm
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
F Am C G
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
C F
আমি তুমি হারা ।।
[Verse 2]
F Am Bb
আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
Gm C F
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে ।
F Gm Dm
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
F Am C G
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
C F
গতিহীন ধারা ।।

Yalle Media Chord Publisher: Created to give you the best updates and tips on Music.